রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

রূপগঞ্জে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণি পড়–য়া এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। রূপগঞ্জ সদর ইউনিয়নের পর্শি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষক ও তার দুই সহযোগীকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
জানা যায়, ওই কিশোরীর সঙ্গে খিলক্ষেত থানার পাতিরা এলাকার আজিজুল হকের ছেলে আবুল কালাম আজাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে তাদের মধ্যে দৈহিক সম্পর্কও হয়। এরপর আবুল কালামকে বিয়ের কথা বললে কিশোরীকে নানাভাবে ঘুরাতে থাকে। এ সময় কিশোরীর পরিবারের পক্ষ থেকে আবুল কালামকে বিয়ে করার জন্য চাপ দেয়।
৫ অক্টোবর আবুল কালাম কিশোরীকে বিয়ে করবে বলে গোয়ালপাড়া এলাকার একটি বাড়িতে আসতে বলে। কিশোরী ওই বাড়িতে গেলে একটি নির্জন কক্ষে তাকে আটকে রাখে। পরে আবুল কালামের দুই সহযোগী সবুজ ও মাহির সহযোগিতায় ওই কিশোরীকে আবারও ধর্ষণ করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় আবুল কালাম এবং তার এক বন্ধু সবুজকে রাতেই গ্রেফতার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।