ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ২ খুনিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী


২৩ ডিসেম্বর ২০১৯ ১২:৪৭

আপডেট:
৯ মে ২০২৫ ১৬:২২

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে বিদেশে পালিয়ে থাকা দুই খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে তাদের বিচার কার্যকর করা হবে। তাদের একজন আমেরিকায় এবং অন্যজন ইংল্যান্ডে রয়েছেন।’

রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড আয়োজিত ‘নবমবারের মতো শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধাদের অভিনন্দন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের হাল ধরায় দেশ সবক্ষেত্রে এগিয়েছে। দেশে আইনের শাসন ছিল না, তিনি বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেখিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধ করলে তার বিচার হবেই।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। তবে এখনো অনেকের রায় কার্যকর হয়নি। কেউ কেউ বিদেশে পালিয়ে রয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনব।’

তিনি আরও বলেন, ‘তাদের একজন আমেরিকায় বসবাস করছে, অন্যজন ইংল্যান্ডে আছে। আমি সেসব দেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছি, তারা যেন এই ঘাতকদের বাড়ির সামনে এসে বলে তোমরা দেশে ফিরে যাও, তোমাদের ক্ষমা নেই। তাহলে তারা অন্তত ভয়ের মধ্যে থাকে, যেন ভীতির সৃষ্টি হয়– ইসরায়েলে এটা করে থাকে।’

তিনি (প্রধানমন্ত্রী) বিচ্ছিন্ন আওয়ামী লীগকে এক করেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি দেশকে বসিয়েছেন এক উচ্চতর আসনে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার হাতকে শক্তিশালী করতে হবে।’

মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সভাপতি শফিকুর রহমান টিপু, কেন্দ্রীয় নেতা আশরাফুল ইসলাম, হুমায়ুন আহমেদ, ফরিদুল ইসলাম, এম এ করিম প্রমুখ।