কালশী বস্তিতে ভায়াবহ আগুন

রাজধানীর মিরপুর কালশীর একটি বস্তিতে ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে কালশীর বাউনিয়া বাঁধ এলাকার ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
সর্বশেষ খবর অনুযায়ী রাত ২ টার পরও ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।
ফায়ার সার্ভিস সদস্যরা জানান, আগুন নিয়ন্ত্রণে থালেও টিনের নিচে আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র আরও জানায়, শুরুতে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও এখন ৫ টি ইউনিট কাজ করছে।