ফেসবুক নেটিজেনদের কাছে প্রশংসায় ভাসছেন মমতাজ বেগম
গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও মমতাজ বেগম

অজোপাড়া গাঁয়ের এক জোড়া চোখ-আশাতুর দৃষ্টিতে ঘন কুয়াশার মাঝেই খুঁজে ফিরছেন সূর্যালোক। সেই চোখ গুলো হয়তো কোনো কৃষকের, হয়তো কোনো শ্রমিকের কিংবা কোনো গৃহিনীর। ভরা শীতের এই মৌসুমে গ্রামের পরিচিত দৃশ্য।
সারাজীবন লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধে। আজ কি তবে হেরে যাবেন তীব্র শীতের কাছে! এমন অনেক শীতার্ত মানুষের হাড়ের কাঁপুনি আমাদের কানে প্রতিধ্বনিত হয় নিয়ত। এরকম পরিবারের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছেন রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম। আর এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নেটিজেনদের কাছে প্রশংসায় ভাসছেন তিনি।
এদিকে , গত বুধবার ও বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তিনি রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে হেটে হেটে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
এছাড়া এরই মধ্যে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে রূপগঞ্জ বাসীর মন জয় করেছেন তিনি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ বিষয়ে বলেন, ‘সামাজিক সহযোগিতামূলক কাজগুলো সবসময় আমাকে টানে। অনেক আগে থেকেই আমি সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছি। এর অংশ হিসেবে সম্পূর্ণ নিজ উদ্যোগে রূপগঞ্জ এলাকার শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দিয়েছি। ভবিষ্যতেও যতটুকু পারি এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’
এদিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের এমন উদ্যোগের প্রশংসা করছেন কম্বল পাওয়া অসহায় মানুষ সহ অন্যরা। তারা বলেন, ‘ অন্যরাও যদি তার মতো করে এগিয়ে আসে তাহলে গরীবদের আর কষ্ট হবে না।
এদিকে মমতাজ বেগম আরো বলেন, ’প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে আমি মনে করি। যে কারণে প্রচণ্ড শীতেও আমি ঘরে বসে থাকতে পারিনি, কম্বল নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি।