দক্ষিণে বিএনপির মনোনয়ন পেলেন ইশরাক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন এবং উত্তরের সিদ্ধান্ত শনিবার জানানো হবে।
|
শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, যেহেতু দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই, সে কারণে ইশরাক হোসেনকে আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। আর উত্তরের সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।
তিনি বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাছাই-বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি, আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আর কাউন্সিলরদের প্রক্রিয়াতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখবে। এ বিষয়ে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তারাই এই প্রক্রিয়া চূড়ান্ত করবেন।