মনোনয়নপত্র জমা দিলেন তাপস-আতিক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের আজই শেষ দিন।
মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে এ মনোনয়নপত্র জমা দেন ফজলে নূর তাপস।
মনোনয়ন জমা দিয়ে তাপস বলেন, ঢাকাবাসীর জন্য বহু কাজ করা বাকী। সবার সহযোগীতা চেয়ে মেয়র সাঈদ খোকনের সমর্থন পাবেন বলে আশা প্রকাশ করেন ফজলে নূর তাপস।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ প্রমুখ।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।