ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


নির্যাতন করেও কেউ আ.লীগকে ধ্বংস করতে পারেনি: শেখ হাসিনা


৪ জানুয়ারী ২০২০ ০১:০৩

আপডেট:
১০ মে ২০২৫ ০১:০৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অত্যাচার-নির্যাতন করেও আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি। অথচ তাদের উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে ধ্বংস করা।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যদি কেউ রাজনীতি শিখিয়ে থাকে, সেটা ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগই করেছে।’

বহু ত্যাগের বিনিময়ে তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন, আস্থা অর্জন করায় জনগণ তা বুঝতে পেরেছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২০ ও ২১ ডিসেম্বর ক্ষমতাসীন দলটির সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির এটাই প্রথম যৌথ সভা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আজকের এই বৈঠকটি উৎসর্গ করা হয়েছে। আজ সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী।