রাতে গ্রেপ্তারের পর ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামে হকার নেতা মো. রিপন হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে বায়েজিদ বোস্তামি থানার মাঝেরঘোনা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশের।
নিহত মো. এমদাদ (৩৮) বায়েজিদের শেরশাহ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, রিপন হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন এমদাদ। বৃহস্পতিবার রাতে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে এমদাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে পুলিশ তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
ওসির ভাষ্য, এ সময় এমদাদের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন এমদাদকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, এমদাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও কার্তুজ এবং ছুরি-চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মেজবান থেকে ফেরার পথে শেরশাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির পেছনে ছুরিকাঘাতে নিহত হন হকার নেতা রিপন (২৮)। তার সঙ্গে থাকা আল আমিন (৩২) নামে আরেক যুবক ওই হামলায় আহত হয়েছেন।