ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে’


৭ জানুয়ারী ২০২০ ০২:৪৬

আপডেট:
১১ মে ২০২৫ ১৫:৪৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নমুনা সংগ্রহের পর তিনি একথা জানান।

ডা. সোহেল মাহমুদ বলেন, ‘ওই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষক একাধিক কিনা তার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তার গলায় নখের আঘাত আছে।’

তিনি আরও বলেন, ‘ওই শিক্ষার্থীর পায়েও আঘাতের চিহ্ন আছে। সেগুলো ধস্তাধস্তির চিহ্ন হতে পারে। আশপাশের গাছের ডালপালায় লেগেও এমন হতে পারে।’

চারদফা ধর্ষণের শিকার মেয়েটি, টিপে ধরা হয়েছিল গলা’

এর আগে, ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চিকিৎসায় গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালমা রউফকে প্রধান করে ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ীই এখন থেকে মেয়েটির চিকিৎসা চলবে।

উল্লেখ্য, শেওড়ায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ে বাস থেকে ভুল করে কুর্মিটোলায় নেমে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আশপাশেই ধর্ষণের ঘটনা ঘটে।