ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


৯৯৯-এ ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে উদ্ধার করল পুলিশ


২৯ জানুয়ারী ২০২০ ০৯:০৪

আপডেট:
১১ মে ২০২৫ ১৬:১১

ঢাকার অদূরে সাভারে জাতীয় জরুবি সেবা নম্বর ৯৯৯-এ আসা ফোন পেয়ে রুদ্ধশ্বাস অভিযানে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে রাজাসন পলু মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে। রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার মডেল থানার উপ-পরিদর্শন নুর মোহাম্মদ খানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে উদ্ধার করে। পুলিশের পেজে বলা হয়, বেলা আনুমানিক ৩টার দিকে এক কলার ৯৯৯ এ ফোন করে জানান পলুমার্কেট এলাকায় এক ব্যক্তি ৬ তলা বিল্ডিংয়ের ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছেন।

বিষয়টি জানানো মাত্রই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লোকটি ছাদে এমনভাবে দাঁড়ানো, একটু বেখেয়া‌লি নড়াচড়া করলেই নিচে পড়ে যেতে পারে। তখন পুলিশ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে লোকটি জানায়, তার বাড়ি রংপুর।

তিনি ওখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। ওখান থেকে নামবেন না। কেউ উদ্ধার করতে এলে লাফ দিবেন বলেও হুমকি দিচ্ছিলেন।

কিন্তু এভাবে কিছুক্ষণ কথা বলার পর পুলিশ এটা বুঝতে পারে যে লোকটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। তখন, চিন্তা বেড়ে যায় উপ‌স্থিত পুলিশের। উদ্ধারের জন্য নেওয়া হয় ত্বরিত ব্যবস্থা।

লোকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুটি দলে ভাগে হয়ে যান। পুলিশের একটি দল ওই লোকটির সাথে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে।

সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রেখেছে। আবার দরজা না ভেঙে ছাদে উঠার কোনো উপায় নেই। তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে।

দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এই সুযোগেই পুলিশ শাবল দিয়ে দেয়ালের খা‌নিকটা ইট ভেঙে এক‌টি ছিদ্র তৈরি ক‌রে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।