ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক
শিবচরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিন সময় দিল প্রশাসন

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণের জন্য নির্ধারিত স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে সাত দিন সময় বেঁধে দিয়েছে প্রশাসন। সোমবার শিবচরের কুতুবপুরের কেশবপুরে সভা করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ আহ্বান জানালে ক্ষতিগ্রস্তরা তাতে সম্মত হন। জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর নির্দেশক্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, ভূমি হুকুম দখল কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান প্রমুখ।
সরেজমিন জানা যায়, পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের পাশে উপজেলার কুতুবপুরের কেশবপুরে আইসিটি মন্ত্রণালয় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণে ৭০.৩৪ একর জায়গা নির্ধারণ করে। এর পর থেকেই নির্ধারিত এই স্থানে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দালাল চক্র ওই এলাকায় অবৈধ ঘরবাড়ি, বাগান ও খামার স্থাপন শুরু করে। সম্প্রতি আইসিটি মন্ত্রণালয় থেকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমি হুকুম দখলের প্রস্তাব করে। খবরটি ছড়িয়ে পড়লে ওই এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ আরও বেড়ে যায়। এ পরিস্থিতিতে সোমবার ওই এলাকায় সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের নিয়ে সভার আয়োজন করে জেলা প্রশাসন।