ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


শিন শিন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করলেন- ডেনমার্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল


১২ মে ২০২৫ ১৯:৩৫

আপডেট:
১২ মে ২০২৫ ২৩:৩০

ডেনমার্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রোববার ১১ মে ২০২৫ খ্রি: নারায়ণগঞ্জ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত শিন শিন গ্রুপের একটি প্রতিষ্ঠান সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান বিষয়ক মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন; ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক টিম লিডার লোন থরুপ; বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার; ঢাকায় ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন; ঢাকায় ডেনিশ দূতাবাসের বাণিজ্য প্রধান আলী মুশতাক বাট এবং ঢাকায় ডেনিশ দূতাবাসের সাসটেইনেবিলিটি এবং ভ্যালু চেইন উপদেষ্টা আলী আশরাফ খান।
শিন শিন গ্রুপের পরিচালক (বিপণন ও মার্চেন্ডাইজিং) আবু সাদাত; শিন শিন গ্রুপের পরিচালক (অর্থ, মানব সম্পদ ও সংস্কৃতি) মিফরাই মোস্তারী সাদাত; শিন শিন গ্রুপের পরিচালক (উন্নয়ন ও পরিচালনা) শহীদ সাদাত; শিন শিন গ্রুপের জনসাধারণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা টিম জাহিদ হোসেন এবং সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন ব্যবস্থাপনা প্রতিনিধিদলকে কারখানায় স্বাগত জানান।

ডেনিশ প্রতিনিধিদল তাদের সফরকালে সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেকসই এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

শিন শিন গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান যা বিশ্বব্যাপী বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের জন্য পোশাক তৈরি করে, যার মধ্যে ডেনিশ ব্র্যান্ড বেস্টসেলারও রয়েছে।

এই গ্রুপে ৫টি পোশাক তৈরির ইউনিট রয়েছে - শিন শিন অ্যাপারেলস লিমিটেড, জিন্স প্লাস লিমিটেড, ভ্যানকোট লিমিটেড, অর্গানিক জিন্স লিমিটেড এবং সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল শিন শিন গ্রুপের সর্বশেষ সংযোজন যেটি বিশেষায়িত ফর্মালওয়্যার তৈরিতে পারদর্শী।