আইবিএফবি ওয়েবিনার জাতীয় বাজেট ২০২১-২২‘ নীতিমালা প্রস্তাবনা ’শীর্ষক ওয়েবিনা

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সম্প্রতি “জাতীয় বাজেট ২০২১-২২‘ নীতিমালা প্রস্তাবনা ’শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে।
২০২১ সালের ২৩ শে জানুয়ারী অনুষ্ঠিত এই ইভেন্টটি চলমান আর্থ-সামাজিক পরিস্থিতি অনুসারে একটি সময়োপযোগী ও উপযুক্ত বাজেটের বিভিন্ন দিককে প্রধানত তুলে ধরা হয়।
ওয়েবিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিআইডিএস’র মহাপরিচালক ড. খান আহমেদ সাঈদ মুরশিদ, আইবিএফবি’র লিগ্যাল ইকোনমিস্ট ও ভাইস প্রেসিডেন্ট এমএস সিদ্দিকী এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী, এফসিএসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়েবিনারটিতে এসএমই খাতে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
বিগত কয়েক মাস ধরে, বিশ্বব্যাপী এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো আর্থিক বিষয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। ভবিষ্যতে এসএমই খাতের প্রতিষ্ঠান গুলোকে টিকে থাকতে ও প্রবৃদ্ধি বাড়াতে পর্যাপ্ত তাদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাওয়া জরুরি। জাতীয় বাজেটে ধুঁকতে থাকা পাবলিক খাতের ব্যাংক গুলোর সহায়তায় প্রায় শতকোটি টাকার মতো বরাদ্দ দেয়া হয়; তবে এক্ষেত্রেও তেমন উন্নতি দেখা যায়নি।
ওয়েবিনারে বাজেট থেকে অর্থ প্রাপ্তির জন্য বিবেচিত হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই ব্যাংকগুলোর ওপর শর্ত আরোপের সুপারিশ করা হয়। বাংলাদেশের ট্যাক্স পদ্ধতি ও এনবিআরের ট্যাক্স সংক্রান্ত বিষয়ের সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। রপ্তানি ও আমদানির ক্ষেত্রে এআইআর ও অগ্রিম ভ্যাট সংগ্রহের জন্য এনবিআরের সহজ নীতি রয়েছে। কর সংগ্রহের এই সহজ নীতি গুলো কাস্টম শুল্ক, এআইটি ও অগ্রিম ভ্যাটের বিষয়গুলো এনবিআরকে ট্যাক্স বিভাগের সংস্কারকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এআইটি ও কাস্টম শুল্ক অর্থনৈতিক উন্নয়নের বিকাশকে স্থবির করতে ঐতিহাসিক ভাবেই ভূমিকা রাখছে। উৎস এবং সর্বনিম্ন করপদ্ধতিতে কর হ্রাসের বিষয়টি আয়কর নীতির সাথে সাংঘর্ষিক।
লাভের জন্য ক্রয় ভিত্তিক কর সিস্টেমকিং বা আয়ভিত্তিক ইনকাম ট্যাক্স থেকে রাজস্ব কৌশলকে আলাদা রাখতে হবে। উৎস ও অ্যাডভান্স করের হ্রাসের বিষয়টি যৌক্তিকভাবে করতে হবে; ফলে এর মধ্যে সামঞ্জস্য তৈরি হবে।
বাজেটে ব্যবসায়িক এবং চলমান ও স্থবির লেনদেনের ক্ষেত্রে ডকুমেন্ট ভিত্তিক লেনদেন উৎসাহিত করতে ওয়েবিনারে আলোকপাত করা হয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য সকল ধরনের পেমেন্ট পদ্ধতি ব্যকিং সিস্টেমের মাধ্যমে পরিশোধ করা উচিৎ।
দুর্নীতি হ্রাসের জন্য বাজেট একটি গুরুত্ব পূর্ণ অনুষঙ্গ।কালো টাকা চিহ্নিত করণ এবং এর মাধ্যমে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধে বাজেট বিকল্প উপায়। সাধারণত, কালো টাকার মালিকেরা তাদে রআত্মীয়দের নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে কাজে লাগায়। জরিমানাসহ প্রতিনিয়ত কর প্রদানের পরই এ সুবিধা গুলো দেওয়া উচিৎ। বিভিন্ন শিল্পের জন্য বন্ড সুবিধা, বন্ড লাইসেন্স রক্ষণাবেক্ষণের খরচ এবং শিল্পের কর, ঝুঁকি হ্রাসে কর নিরীক্ষার দক্ষতার কৌশলবৃদ্ধি, এনবিআরের সম্ভাব্য সংস্কার যেমন: ডেটা ব্যাংক প্রতিষ্ঠা, আইটিভিত্তিক সমাধান বৃদ্ধি, এনবিআরের সামগ্রিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিসহ আগামী বাজেট যেনো গুণগত মানের হয় সে বিষয়ে পরামর্শ উঠে আসে ওয়েবিনারে।
আইবিএফবি’র সভাপতি হুমায়ূন রশীদ চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে ওয়েবিনারটি শুরু হয়। সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আইবিএফবি’র ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মাজিদকে তার পেপার প্রেজেন্টেশনের জন্য সাধুবাদ জানানো হয়। আইবিএফবি’র ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) লুৎফুন্নিসা সৌদিয়া খান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।