ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মায়ের উপর হামলা


৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৪

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মায়ের উপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক নয়ন বাছার বলেন ২০ তারিখ আনুমানিক রাত ২ ঘটিকায় একদল সন্ত্রাসী আমাদের ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় এতে আমার মা শিখা রানী মজুমদার (প্রাইমারী শিক্ষিকা) গুরুতর জখম হয়। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। মা কিছুটা সুস্থ হলে আমি বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় অজ্ঞাতনামা এফ. আই. আর দায়ের করি। আমার মা ঘটনার দিন রাতে বাড়িতে একা অবস্থান করছিলো এবং রাতে হামলা চালিয়েছে বিধায় কাউকে সনাক্ত করতে পারেনি। আমার মা ২০০১-২০০৫ সাল পর্যন্ত গ্রাম সরকার নির্বাচিত হয়েছিলেন সেই থেকে একদল আওয়ামী সন্ত্রাসী'রা প্রকাশ্যে না এসে আমাদের উপর নানা ভাবে অত্যাচার-নিপীড়ন-লুন্ঠন চালিয়ে আসছে। হামলার পড় থেকে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি যার জন্য আমরা বাড়ি ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছি। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।       

উল্লেখ্য, ২০১৫ সালে ফ্যাসিস্ট সৈরাচার হাসিনা পতনের আন্দোলনে পুলিশ আমাকে নির্মমভাবে গুলি করে, আমি এখন পঙ্গুত্ব জীবন যাপন করছি।