ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


‘ধানের শীষে ভোট মানেই ৩০ লাখ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট’


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০১৮ ২২:৪৩

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার মহান বিজয় দিবসের সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি।

জয় লিখেছেন, ‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারব না। কারণ, আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।’


‘বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে, আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনও যুদ্ধাপরাধী ও তাদের দোসর বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার। ধানের শীষে ভোট মানেই ৩০ লাখ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’