ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


এনআইডি তথ্য ফাঁস

আনসার বাহিনী ও ব্রাক ব্যাংকের যাচাই সেবা বন্ধ: এনআইডি ডিজি


৭ মে ২০২৫ ১৫:১৭

আপডেট:
৮ মে ২০২৫ ০৫:১১

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

নাগরিকদের সংরক্ষিত এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন।

‎বুধবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

‎তিনি বলেন, ‘গতকাল মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডাটা লিক হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, আনসার-ভিডিপি ও ব্যাক ব্যাংক থেকে এ ডেটা লিকের ঘটনা ঘটছে। দুটো জায়গা থেকে লিক হচ্ছে তখন আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি। ইতোমধ্যে তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’

এনআইডি পরিচালক জানান, ‘এরমধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের জানানো হয়েছে- এ বিষয়ে আমাদের যে নিয়ম কানুন রয়েছে। যারা জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন।’

‎‎ডিজি জানান, পরবর্তী চুক্তি অনুযায়ী যা করার করা হবে। এটা চলমান প্রক্রিয়া। যে কোনো মূল্যে দেশের নাগরিকের তথ্য যা ইসিতে সংরক্ষিত তা রক্ষা করতে বদ্ধপরিকর।

‎উল্লেখ্য, এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। সবশেষ গত ফেব্রুয়ারিতে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবাও বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠানেও তথ্য ফাঁস হলো।