ত্রৈমাসিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু,
ভিন্ন চোখ নিয়ে আসলো পোস্টমর্টেম

বই নিয়ে আলোচনা সমালোচনা বিষয়ক লেখালেখির উপর ভিত্তি করে পোস্টমর্টেম নামে পত্রিকা নিয়ে আসল ভিন্ন চোখ ।গতকাল বিজয় দিবসে বিকাল ৪ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে পোস্টমর্টেম একটি ত্রৈমাসিক পত্রিকা মোড়ক উম্মেোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, দেবাশীষ সিকদার ,সঞ্চালনায় ছিলেন কবি ফারুক সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুন্সি শাহীউজ্জামান, কবি ডা. আব্দুল্লাহ জামিল, অনুবাদক লতিফুল খবীর কল্লোল, প্রফেসর হরষিত বালা , নওরোজ কিতাবিস্থান এর কর্ণধার প্রকাশক জনাব মঞ্জুর মোর্শেদ খান চন্দন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব বিপিন বিশ্বাস এবং পোস্টমর্টেম পত্রিকার সম্পাদনা পরিষদের সদস্য জায়েদ বিন ফরিদ।
বিশিষ্ট কবি মতিন বৈরাগী পত্রিকাটির শুভকামনা করেন এবং দেশ ও জাতির উন্নয়নে সাহিত্যের ভূমিকা নিয়ে বলেন। ভিন্নচোখের শিল্প উপদেষ্টা উত্তম ঘোষ শুভেচ্ছা বক্তব্যে বলেন ভিন্নচোখ শুধু বাংলাদেশ বা বাঙালির নয় সমগ্র বিশ্বের বাংলা সাহিত্য প্রেমীদের নিয়ে কাজ করছে।
ভিন্নচোখের উপদেষ্টা ভাস্কর চৌধুরী বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে বইয়ের আলোচনা বিষয়ক পত্রিকা নিয়মিত প্রকাশিত হলেও বাংলাদেশে ভিন্নচোখের পোস্টমর্টেম একটা মাইলফলক। সকলের সহযোগিতা পেলে এ পত্রিকা বেচে থাকবে সবসময়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মঈন চৌধুরী তার বক্তব্যে সমালোচনা সাহিত্যের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। তিনি তরুন প্রজন্মকে এ ধারায় অবদান রাখতে আহবান জানান।
অনুষ্ঠানের শেষে পোস্টমর্টেমের প্রধান সম্পাদক আলী আফজাল খান তার সমাপনী বক্তব্যে বলেন, "প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অস্তিত্ব লড়াইয়ের মুখোমুখি অবস্থানের এই ক্রান্তিকালে শুধুমাত্র প্রকাশিত এবং প্রকাশিতব্য বই নিয়ে আলোচনা, সমালোচনা, সংবাদ, আড্ডা, বাহাস এবং আরও যা যা সম্ভব সব কিছু গর্ভধারণের অঙ্গীকার নিয়ে বোধন হলো ভিন্নচোখের নতুুন ডানা ত্রৈমাসিক ‘পোস্টমর্টেম’ এর। বই নিয়ে বইমেলাকেন্দ্রিক মিডিয়ার বিপুল তাপ ও ঠাপের হাত থেকে বছরব্যাপি বই কারবার সুরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছিলমা দীর্ঘদিন। অন্যদিকে, পশ্চিম বাংলায় বেশ কয়েকটি পত্রিকা বই নিয়ে কাজ করলেও বাংলাদেশের কোনো পত্রিকাই নেই বর্তমানে। ‘বইপত্র’ নামে একটা সুসম্পাদিত পত্রিকা আহমদ মাজহার প্রকাশ করতেন যা দীর্ঘদিন বন্ধ আছে। অথচ জায়মান পাঠককে প্রস্তুত করা কিংবা তৈরী পাঠককে সমৃদ্ধ করতে এই জায়গায় কাজ করার বিকল্প নাই। সত্যিকার অর্থে সাহিত্য সমালোচনার একটা প্লাটফর্মও এখন সময়ের দাবী। লেখক, পাঠক, প্রকাশক এবং শুভাকাংখী সকলের মিথস্ক্রিয়ায় বই আলোচনার একটা সৎ আন্তরিক ধারা, একটা চর্চার ক্ষেত্র তৈরীতে মহান বিজয় দিবসের এই হিরন্ময় দিনে এক ঝাঁক তরুণ তুর্কী নিয়ে যাত্রা শুরু করা প্লাটফর্ম ‘পোস্টমর্টেম’ আগামীর পথ চলায় আপনাদের সকলকে পাশে চায়।"