ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ড. কামালের গাড়িবহরে হামলা, ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ইসি


১৮ ডিসেম্বর ২০১৮ ১১:১৩

আপডেট:
১৮ ডিসেম্বর ২০১৮ ১১:১৬

ড. কামালের গাড়িবহরে হামলা, ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ইসি

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা আগামী তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে ইসি থেকে পুলিশ সদর দফতরে এই চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে কমিশন। গতকাল (১৬ ডিসেম্বর) ছুটি থাকায় আজ চিঠি পাঠানো হয়েছে।

এদিকে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুস সালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।


১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী সৌধ থেকে ফেরার পথে হামলার শিকার ড. কামাল হোসেনের গাড়িবহর। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়িবহরে থাকা নেতারাও হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন।