নড়াইলে মাশরাফির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে:গোলাম রাব্বানী

নড়াইল-২ আসনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজার পক্ষে নৌকার প্রচারণায় অংশ নিয়েছেন বিনয়ী, তেজদীপ্ত ও তারুণ্যের প্রতিনিধি মানবতার ফেরিওয়ালা খ্যাত ইতিবাচক রাজনীতির ব্রান্ড অ্যাম্বাসেডর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রচারণায় অংশ নেয়। সকালে নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নৌকার লিফলেট বিতরণ করেন ।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, নড়াইলে মাশরাফি বিন মুর্তজার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচনে আমরা শেখ হাসিনার নৌকার জন্য ভোট চেয়েছি। যেহেতু আমরা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করি তাই ছাত্রলীগের প্রচারণার মূল লক্ষ্য ছিলো তরুণদের কাছে নৌকার জন্য ভোট চাওয়া।নড়াইলে তথা সারা বাংলাদেশে তরুণরা মাশরাফি বিন মুর্তজার প্রতি অনুরাগী । এছাড়াও তিনি দলমত নির্বিশেষে সবার কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এ ছাত্রলীগ নেতা।