ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোনোভাবেই আঘাত না পান: মাশরাফি


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৮ ০০:৩৯

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমার প্রতিদ্বন্দ্বীরা যেন শারীরিক ও মানসিক কোনোভাবেই আঘাত না পান সেদিকে দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার প্রতীক নৌকা, আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো।’

আজ রবিবার (২৩ ডিসেম্বর) নড়াইল আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভাশেষে তিনি এসব কথা বলেন।

নড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনও ভুলত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী প্রমুখ। সভায় নড়াইল আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।