সেনাবাহিনীকে ড. কামালের বার্তা

সোমবার থেকে নির্বাচনী মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়েছে বিএনপি। সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনও। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সশস্ত্র বাহিনী মোতায়েনকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি তারা এমন একটি পরিবেশ তৈরি করবে যা আগে ছিল না।
সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল হোসেন আরো বলেন, আমরা আশা করি সেনাবাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে। কারো হাতে সেনাবাহিনীর এই ইমেজ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, সেনাবাহিনীকে অবশ্যই সকল দলের জন্য লেভেলে প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি-সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে; যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।
তিনি আরও বলেন, আমরা আশা করি-আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠির পক্ষে কাজ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত; কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাদের সুনাম ক্ষুণ্ন হতে পারে না। নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুয়োগ নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি জোরালো আহ্বান জানাচ্ছি।