জনসমুদ্রে ভাসছেন মাশরাফী

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী প্রচারে এলাকার যেখানেই যাচ্ছেন, সেখানেই বিপুল জনতা তাকে সাদরে বরণ করে নিচ্ছে। মাশরাফীর গণসংযোগে কার্যত মানুষের ঢল নেমেছে। পুলিশ প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের এই জনসমুদ্র সামাল দিতে হিমশিম খেতে দেখা যায়।
তিনি সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অন্তত ১৫টি স্থানে পথসভা ও একাধিক স্থানে গণসংযোগ চালিয়েছেন। সকাল ১০টার দিকে মাশরাফীর মামার বাসভবনের সামনে উপস্থিত শত শত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। এরপর তাহেরা কনভেনশনে বিভিন্ন বিমা কোম্পানির প্রতিনিধিদের আমন্ত্রণে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন।
এরপর নেতাকর্মীদের নিয়ে মোটর সাইকেলযোগে লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে যান। সেখানে সকাল থেকে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মী ও ভক্তদের মাঝে উপস্থিত হলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। পরে মাশরাফি কালিনগর-ঝামারঘোপ পথসভা শেষে লাহুড়িয়া বাজারে পথসভায় বক্তব্য দেন। পথসভাটি বিশাল জনসমুদ্রে রূপ নেয়। এসময় পুলিশ প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সামাল দিতে হিমশিম খেয়ে যায়।
এরপর মাশরাফি মাকড়াইল, মানিকগঞ্জসহ আশেপাশের কয়েকটি স্থানে পথসভা ও গণসংযোগ শেষ করে দুপুরে বিশ্রামের জন্য শ্বশুর বাড়ি নোয়াগ্রাম ইউনিয়নের দেবীগ্রামে যান। এ সময় স্ত্রী সুমনা হক সুমিও বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ শেষ করে মাশরাফীর সঙ্গে যোগ দেন।
বিশ্রাম শেষে তারা স্থানীয় সত্রহাজারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন।
এছাড়া মাশরাফি সিডি স্কুল, কালনা বাজার সহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন। এ সকল পথসভায় বক্তব্যকালে মাশরাফি নৌকা প্রতীকে ভোটদানের আহ্বান জানান এবং নড়াইল জেলাকে একটি মডেল জেলা হিসেবে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।