শিশুদের নিয়ে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নিজের সরকারি বাসভবন গণভবনে শিশুদের নিয়ে খেলায় মেতে উঠলেন। শিশুরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের মধ্যে পেয়ে আনন্দে মেতে ওঠে।
সোমবার ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুদের নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি। এর আগে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এর সমমানের ইবতেদায়ি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।