ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিমানমন্ত্রীর পক্ষে ভোট চাইলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক


২৬ ডিসেম্বর ২০১৮ ০৮:১৬

আপডেট:
৪ মে ২০২৫ ১৪:৫২

বেসমারিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

বেসমারিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী।

মঙ্গলবার (২৫ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে নৌকার নির্বাচনী গণসংযোগে যোগ দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এর আগে দুপুরে তিনি লক্ষ্মীপুরে আসেন।

গণসংযোগে দেশব্যাপী আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিল ভূইয়া তানবির ,যুবলীগ নেতা আইনুল আহমেদ তানভীর, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ মামুন প্রমুখ।