শরীয়তপুরে অপু-শামীম-নাহিমের পক্ষে গণজোয়ার

শরীয়তপুর তিনটি সংসদীয় আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।নৌাকার প্রার্থীরা ভাসছে গণজোয়ারে।
শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতদিন এলাকার উন্নয়নে যে শ্রম দিয়েছেন, তার পারিশ্রমিক হিসাবে নৌকায় ভোট চাচ্ছেন তিনি।
শরীয়তপুর-২ নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ৯টি ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে পথসভা ও জনসভা করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়াও তার পরিবারের লোকজন নির্বাচনী মাঠে রয়েছে।
শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক তারা নির্বাচনী এলাকায় ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরছেন।