ঐক্যফ্রন্ট না, ষড়যন্ত্র ফ্রন্ট: শেখ সেলিম
গোপালগঞ্জ-০২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ড. কামালের ঐক্যফ্রন্টকে উদ্দেশ্য করে বলেন, ড. কামালের ঐক্যফ্রন্ট না ষড়যন্ত্র ফ্রন্ট। উনি স্বাধীনতা রিরোধীদের নিয়ে যুদ্ধাপরাধীদের এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করে, দেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে নেমেছেন। উনি যদি এতই পারেন, আর উনার বুকের পাটায় যদি সাহস থাকে তাহলে উনি নির্বাচন করে জিতে এসে বড় বড় কথা বলুক। উনি নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের যে কোন কর্মীর কাছে জামানত হারাবেন।
তিনি আজ মঙ্গলবার(২৫ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা সদর উপজেলার করপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
শেখ সেলিম আরও বলেন, যারা আগুন দিয়ে পুড়িয়ে দেশের মানুষ মেরেছে, যুদ্ধাপরাধী রাজাকার, জামায়াতদের মন্ত্রী বানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ড. কামাল তাদের সাথে হাত মিলিয়েছেন, টাকা খেয়েছেন। উল্টো সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলে তাদের টাকা খাওয়ার কথা বলে পাকিস্তানী ভাষায় ধমক দেন, উনার পাকিস্তান প্রীতি রয়েছে।
তিনি ড. কামালকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনিতো আইনজীবী মানুষ, কত টাকায় বিক্রি হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে বড় বড় লেকচার দিচ্ছেন। দেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মানুষ নৌকায় ভোট দিবে। আগামীতে এদেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কোন শক্তি থাকবেনা।
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্ম-সংস্থান সম্পাদক বাবুল আকতার বাবলা, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, করপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সিকদার শাহ সুফিয়ান প্রমুখ।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় এই নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্রামুজ্জামান, সাধারণ সম্পাদক বি এম আলম, জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আযম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ গোলাম রব্বানী, শেখ রুবেল, করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হানান সরদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুবেল হোসেন রবজেল, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মোল্লা, কৃষক লীগের সভাপতি কামাল মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন বেগ, যুবলীগের সভাপতি খায়রুল মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ছাত্রলীগের সভাপতি মোল্লা মোঃ সজিব, সাধারণ সম্পাদক মোঃ রাকিব সরদার প্রমুখ।
করপাড়া ইউনিয়নের মঙ্গলবারের নির্বাচনী জনসভাকে গোপালগঞ্জের শ্রেষ্ঠ নির্বাচনী জনসভা আখ্যায়িত করে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান প্রধান অতিথি।