ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ষড়যন্ত্রে ব্যস্ত বলেই নির্বাচনী প্রচারণায় নেই বিএনপি:গোলাম রাব্বানী


২৭ ডিসেম্বর ২০১৮ ০০:২৫

আপডেট:
২৭ ডিসেম্বর ২০১৮ ০০:২৯

ষড়যন্ত্রে ব্যস্ত বলেই নির্বাচনী প্রচারণায় নেই বিএনপি:গোলাম রাব্বানী

বিএনপি নৌকার ব্যাজ ও মুজিব কোর্ট পড়ে নাশকতার পরিকল্পনা করছে। ষড়যন্ত্রে ব্যস্ত বলেই দলটি স্বাভাবিক প্রচারণা করছে না, বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

নির্বাচনী প্রচারণায় গিয়েনৌকার  প‌ক্ষে ভোট চাই‌তে গি‌য়ে এ কথা ব‌লেন তি‌নি। 

তিনি বলেন ,বিএনপি নৌকার বিজয় দেখে ভোট কারচুপি কিংবা নির্বাচন বানচাল করতে পারে অভিযোগ করে সে বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।

বলেন, সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে বলেই সারাদেশের সার্বিক উন্নয়ণে পরিকল্পনা নিয়ে কাজ করছে। উন্নয়নের ধারা বজায় রাখতে জনগনকে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএন‌পি জামা‌তের সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, আপনারা জামাত বিএ‌পির শাসনামল দে‌খে‌ছেন। ৫ বার দুর্নী‌তি‌তে চ্যা‌ম্পিয়ন, ৬৩ টি জেলায় একযোগে বোমা হামলা, খুন, ধর্ষ‌নে তারা রেকর্ড ক‌রে‌ছিল। হাওয়া ভব‌ন থে‌কে সেই দুঃশাসন প‌রিচা‌লিত হ‌তো। দেশবাসী‌ সেই দুঃসাশ‌নে ফি‌রে যে‌তে চায় না। তারা উন্নত সমৃদ্ধ বাংলা‌দেশ বিনির্মাণের সঙ্গী হ‌তে চায়।