ভোটের মাঠে ‘ভুয়া সেনা কর্মকর্তা’ চক্র: আইএসপিআর

নির্বাচন সামনে রেখে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একদল প্রতারক ‘সুযোগ-সুবিধা’ দেওয়ার কথা বলে বিভিন্ন দলের ভোটপ্রার্থীর কাছে অর্থ দাবি করছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ওই চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে বুধবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বা তার চেয়ে উঁচু পদবির অফিসার পরিচয় দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ দাবি করছে।”
সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে ‘কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি’ ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে বলেও মন্তব্য করা হয়েছে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে।
ওই চক্র নির্বাচনের পরেও এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালাতে পারে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আইএসপিআর। এ ধরনের ঘটনায় সবাইকে আইনশৃঙ্খলাবাহিনীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ ডিসেম্বর থেকে সারা দেশে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনীর বিভিন্ন সংস্থার নামে ‘ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল’ খুলে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে ওইদিনই এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে আইএসপিআর।