ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


একচেটিয়া সমর্থন আমাদের সঙ্গে, আমরাই আসছি: শেখ হাসিনা


২৭ ডিসেম্বর ২০১৮ ২৩:১২

আপডেট:
৪ মে ২০২৫ ১৩:২০

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটই ফের ক্ষমতায় আসছে বলে দাবি করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একচেটিয়াভাবে সবার সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমরাই ক্ষমতায় আসছি।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটই ফের ক্ষমতায় আসছে বলে দাবি করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একচেটিয়াভাবে সবার সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমরাই ক্ষমতায় আসছি।’

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা এ দাবি করেন।

‘আমরাই আসছি, মানুষ আমাদের চাইছেন’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনাকে অন্য মেজাজে পাওয়া গেল। তার মুখে দেখা গেল তৃপ্তির হাসি। বড় নিশ্চিন্তভাবে বললেন- বাংলাদেশের জনগণের উপর আমার বিপুল আস্থা। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। জনগণের ভোটেই আমরা নির্বাচিত হব।

এতটা নিশ্চিত কীভাবে হচ্ছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ২০১৩ (২০১৪) সালের নির্বাচনে প্রায় ছয়শো স্কুল পোড়ানোর কথা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। মুছে যায়নি প্রিসাইডিং অফিসারসহ ‘অজস্র’ নাগরিককে হত্যার স্মৃতি। রাস্তা কেটে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর দাবি, সেই সময়ে জনগণই রুখে দাঁড়িয়েছিলেন। ভোটও দিয়েছিলেন তারা। সেই জনগণ ফের তাকেই ভোট দেবেন।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে বিরোধীরা বিভিন্ন অভিযোগ তুলছে- কথাটা বলতেই যেন একটু বিরক্ত হন প্রধানমন্ত্রী। বললেন, ‘নালিশ করার পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে এবং মিথ্যা কথা বলতে ওরা ভীষণ পারদর্শী।’

বিরোধীদের নিজেদের মধ্যেই সংঘাত শুরু হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘দলের পুরোনো বা জিতবেন এমন নেতাদের নমিনেশন দেয়নি ওরা। যে কারণে বঞ্চিতদের কাছে ওদের আক্রান্ত হতে হচ্ছে।’

যুব সম্প্রদায় আওয়ামী লীগ সম্পর্কে খুবই উৎসাহী দাবি করে তিনি বলেন, ‘মানুষের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে পেলাম জানেন! তারা অন্তর থেকে চাইছে- আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। জনগণ এটা জানে, আওয়ামী লীগের মাধ্যমেই তাদের ভাগ্য পরিবর্তন হবে।’

মহিলাদের থেকে তো বটেই, আওয়ামী লীগ তরুণ সমাজের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচনটা আগের মতো এত চ্যালেঞ্জিং নয়। বৈরিতার পরিবেশও নেই। বরং আমাদের স্বপক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘আগের নির্বাচনগুলোয় একটা বিভেদ লক্ষ্য করতাম। এবার কিন্তু একচেটিয়াভাবে সকলের সমর্থনটা আমাদের সঙ্গে রয়েছে। সেটা টেরও পাচ্ছি।’

নির্বাচনে জামায়াতে ইসলামী কীভাবে ধানের শীষ প্রতীক পেল তা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। তার প্রশ্ন, যাদের নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করল, তাদের কীভাবে নমিনেশন দেওয়া হয়?

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জামায়াত তো গণহত্যার সঙ্গে জড়িত ছিল। বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল। মেয়েদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া থেকে ঘরবাড়ি দখল করেছিল। ওদের নমিনেশন দেওয়ায় স্বাভাবিকভাবেই মানুষ শঙ্কিত!’

বিএনপি-জামায়াত জোটে যাওয়ায় ড. কামাল হোসেনের রাজনৈতিক অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। পরক্ষণেই অবশ্য একগাল হাসি দিয়ে তিনি বলেন, ‘আমি অবাক হইনি। কারণ কী জানেন? ওর শ্বশুরবাড়ি পাকিস্তানে। ছেলেদের একটু শ্বশুরবাড়ির টানটা বেশি থাকে।’