বাবার নির্বাচনী প্রচারণায় আমুর কন্যা

"আমির হোসেন আমুর কন্যাসহ পরিবারের সদস্যরা ঝালকাঠি-২ আসনের নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এতে স্থানীয় নেতা-কর্মীরা উৎসাহী এবং আনন্দিত।"
বাবার নির্বাচনী প্রচারণায় নেমেছেন আমির হোসেন আমুর মেয়ে সুমাইয়া হোসেন আমু।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আসনে নৌকার পক্ষে ভোট চান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন , "আমির হোসেন আমুর-কন্যাসহ পরিবারের সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এতে স্থানীয় নেতা-কর্মীরা উৎসাহী এবং আনন্দিত।"
জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আমির হোসেন আমু গত ১০ বছরে ঝালকাঠি-২ আসনে উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অংঙ্গনে ব্যাপক সমৃদ্ধি ঘটিয়েছেন। যা যুব সমাজের মধ্যে তাকে ব্যাপক গ্রহণযোগ্য করে তুলেছে।। দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"