ব্যাচেলরদের বাসা ছাড়তে কোন নির্দেশনা প্রদান করেনি ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোন নির্দেশনা প্রদান করেনি।
বৃহস্পতিবার ঢাকা মেট্টোপলিটন পুলিশের সংবাদ মাধ্যম এক সংবাদে বিষয়টি নিশিচত করেছেন।
এর আগে রাজধানীতে থাকা ব্যাচেলরদের আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার মধ্যে বাসা ও মেস ছাড়তে নির্দেশ দিয়েছেন নগরীর বাড়িওয়ালরা। পুলিশের বরাতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে বাড়িওয়ালা ও ব্যাচেলর ভাড়াটিয়াদের কাছ থেকে জানা গেছে।
নগরীর বিভিন্ন এলাকার বাসা বাড়িতে ও গেটে বাসা ছাড়া সংক্রান্ত একটি নোটিশও দেখা গেছে। কয়েকটি থানার পুলিশ বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছুই জানা যায়নি।
এদিকে হঠাৎ করে বাসা ছাড়ার এমন নির্দেশনায় হয়রানি ও ভোগান্তির মধ্যে পড়েছেন ব্যাচেলররা। তারা বলেন, হঠাৎ করে এমন সিদ্ধান্ত আসায় তারা কি করবেন ভেবে পাচ্ছেন না।
ইমরান মাহফুজ নামে ইংরেজি দৈনিকের এক সাংবাদিক বলেন, তিনি পান্থপথে একটি বাসায় ভাড়া থাকেন। আজ সকালে বাসার গেটে ও নোটিশ বোর্ডে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার মধ্যে ব্যাচেলরদের বাসা ছাড়ার একটি নির্দেশনা দেখতে পান। এমনকি রুমে এসেও নোটিশটি কর্তৃপক্ষ দিয়ে গেছেন। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের চাকরির কাজে তাকে ঢাকাতে থাকতে হবে এমন বিষয় বাড়ির মালিককে জানালে বাড়ির মালিক তাকে ‘নিজ জিম্মায়’ থাকতে হবে বলে ছাপ জানিয়ে দেন। উদ্বিগ্ন এই সাংবাদিক বলেন, হঠাৎ করে এখন ২/৩ দিনের জন্য বিয়ে করাও সম্ভব না তেমিন বাসা ছেড়েও গ্রামে যাওয়ার কোন উপায় নেই। এদিকে পান্থপথের মতো নগরীরর বিভিন্ন এলাকায় বাসা ছাড়ার এমন নির্দেশনা পেয়ে ব্যাচেলররা চরম ঝামেলায় ও সঙ্কটে পড়েছেন বলে তারা জানিয়েছে।