ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


প্রীতম-জামান টাওয়ারে আগুন


২৯ ডিসেম্বর ২০১৮ ০২:৫৬

আপডেট:
৪ মে ২০২৫ ১৪:৫৫

প্রীতম-জামান টাওয়ারে আগুন

রাজধানীর পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভবনটির নবম তলায় আগুন লাগে।

ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ তলা বিশিষ্ট ভবনটির আট তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।


ওই অফিসের আইটি ম্যানেজার মুশফিক বলেন, ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। আফজাল নামে একজন বাবুর্চি অফিসে ছিল। সে নামাজ পড়তে গিয়েছিল। এসে দেখে ধোঁয়া বের হচ্ছে। এরপর আফজাল বুঝতে পারেন যে আগুন লেগেছে। এই অফিসটা পুলিশের সাবেক এসপি মমিন উল্লাহ পাটোয়ারীর।


বাবুর্চি আফজাল সারাবাংলাকে বলেন, ‘কম্পিউটার রুম থেকে আগুন লেগেছে। ওই রুম গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে।’

তার ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে সিঁড়ি দিয়ে পাইপ নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় আগুন পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। তবে ক্রেন দিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন।