নৌকার গণজোয়ার দেখে বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত : গোলাম রাব্বানী

“নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার দেখে এবং বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।”তিনি দৈনিক আমাদের দিনের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন।
ষড়যন্ত্রের রকম ব্যাখ্যা করে তিনি বলেন, ভুয়া ব্যালট ছাপিয়ে ভুয়া বুথে সিল মারার ভিডিও ইন্টারনেটে তুলে দেওয়া হতে পারে, ছাত্রলীগ -যুবলীগ-সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের ব্যাজ-গেঞ্জি পরে অঘটন ঘটানো হতে পারে।এব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তবে বিএনপি নেতারা বলে আসছেন, তাদের প্রচারে নামতেই দিচ্ছে না ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তাদের উপর হামলার হচ্ছে, পুলিশ আবার তাদেরই গ্রেপ্তার করছে।
বিপরীতে সারাদেশে নৌকার প্রার্থীদের উপর হামলার পরিসংখ্যান তুলে ধরেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের কর্মী সিলেটে কাওসার আহমেদ নামে একজনকে পিটিয়ে হত্যা, আটটি আওয়ামী লীগ অফিসে ও গাড়িবহরে হামলা, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল ইসলামকে কুপিয়ে জখম করার তথ্য জানান তিনি।
গোলাম রাব্বানী বলেন, “এখন পর্যন্ত বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা ছয়জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা করেছে। তাদের হামলায় ৪৪৫ জন নেতা-কর্মী আহত হয়েছে, ১৭৮টি আওয়ামী লীগ অফিস, গাড়ির বহর ও নির্বাচনী কেন্দ্র ভাংচুর হয়েছে, ৫৮টি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, ৮৮টি অফিস ও যানবাহনে আগুন দিয়েছে।
সারাদেশে ৫৪টি জেলার ১৭০টি আসনে বিএনপি-জামায়াতের হাতে আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে বলে দাবি করেন তিনি
নির্বাচন বানচালের জন্য নাশকতা সৃষ্টির চেষ্টার পেছনে তারেক রহমানের হাত রয়েছে দাবি করে গোলাম রাব্বানী বলেন,
“পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ব্যাপক সহিংসতা, অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে ভীতি সঞ্চারের চক্রান্ত চালাচ্ছে। ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ও নকল বুথ বানিয়ে সিল মারা নকল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার গুজব ছড়ানোর নীলনকশা করছে।”
সেনাবাহিনীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, “সেনাবাহিনী মোতায়েন করায় বিএনপির নাশকতা পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিএনপি নেতারা এখন সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করেছে।প্রকৃত এদের কাজেই হলো উসকে দেওয়া দেশে অশান্তি সৃষ্টি করা।