ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মওদুদের বহিষ্কারের খবর ক্ষমতাসীনদের অপপ্রচার : বিএনপি


৩০ ডিসেম্বর ২০১৮ ০২:১০

আপডেট:
৪ মে ২০২৫ ১৫:১২

মওদুদের বহিষ্কারের খবর ক্ষমতাসীনদের অপপ্রচার : বিএনপি

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদেকে দলকে থেকে বহিষ্কার করা হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তিটি ঘুরছে সেটাকে সম্পূর্ণ মিথ্যা বলছে বিএনপি।

গতকাল রাতে বিএনপির প্যাডে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নামে সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যারিস্টার মওদুদ আহমেদকে দলকে থেকে বহিষ্কার করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, ‘এটা সরকারের অপপ্রচার। তারা বিভিন্ন কাটপিস এডিটিং করে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। সরকার তাদের দুর্বলতা ঢাকতেই বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।