‘লবিং করে নির্বাচন বিতর্কিত করার চেষ্টায় বিএনপি-জামায়াত’

বিএনপি-জামায়াত বিদেশে লবিং করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন তিনি।
রোববার সকালে ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের জয় বলেন, ‘আজকের পর আর কোনো ধরনের নাশকতা, হত্যাকাণ্ড ঘটাতে পারবে না জামায়াত-বিএনপি।
এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি-জামায়াত মানুষ হত্যা করবে, অথচ তাদের গ্রেপ্তার করতে পারব না- এটা কেমন কথা?’
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষ হত্যা করেছে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি, ‘যারা মুক্তিযুদ্ধের সময় আমার দেশের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। আমরা যেন উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে পারি, সে জন্য মানুষ নৌকায় ভোট দেবেন।’
বিএনপি-জামায়াত বিদেশে লবিং করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে দাবি করে তিনি, ‘কয়েক মাস ধরে বিএনপি-জামায়াত এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তারা বিদেশে লবিং করেছে। সবাই জানে যে বিএনপি-জামায়াতের জেতার উপায় নেই।’