সেনাবাহিনীকে মূর্তি বললেন ফখরুল

বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছে। সকাল ১১টার পর থেকে নির্বাচনের নামে তামাশা হচ্ছে।
তিনি বলেন, ‘প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। ঠাকুরগাঁও-১ আসনে ১০০টি কেন্দ্র দখল করে জালভোট দেওয়া হচ্ছে।’
ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘এ অবস্থা সারা দেশেই। আর সরকার যেভাবে করছে, এতে জাতি দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেলবে। নির্বাচন ব্যবস্থাপনার উপর মানুষের আর আস্থা থাকবে না।’
এসময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘সেনাবাহিনীকে মূর্তির মতো রেখে এই নির্বাচন করছে, এতে ক্ষতি হচ্ছে। জাতি আস্থাহীনতায় ভুগছে।’
রোববার দুপুর ১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল।
ভোটাররা ভোটে আসতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনের কাছে এসব অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না।
ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘কেউ যদি প্রত্যাহার করে থাকে, সেটা ব্যক্তিগতভাবে করছে। আমরা বিকেল ৪টা পর্যন্ত দেখব। যেহেতু নির্বাচনে আছি, ৪টা পর্যন্ত দেখতে চাই। আর প্রত্যাহারের বিষয়ে জোটগত সিদ্ধান্ত হবে।