আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

রবিবার রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮) ও আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)। তারা সাতক্ষীরা অঞ্চলের শীর্ষ স্থানীয় জঙ্গি সদস্য ইকরামুল ইসলাম ওরফে মুত্তাকিন ওরফে আমীর হামজা ওরফে সালাউদ্দিন আইয়ুবীর অনুসারী। তরুণদের সংগঠনে আনার চেষ্টা করেন তারা।
র্যাব-৪-এর সহকারী পরিচালক সাজেদুল ইসলাম সজল সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে তারা এবিটির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মাসুমের বরাত দিয়ে তিনি বলেন, মাসুমের বাড়ি কুমিল্লায়। তিনি ইলেকট্রিক মিস্ত্রি। অনলাইনেই বিভিন্ন জঙ্গির সঙ্গে তার পরিচয় হয়। তিনি শীর্ষস্থানীয় জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এমরান একটি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। বাংলাদেশি বীর মুজাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে অ্যাপসের মাধ্যমে এবিটি সম্পর্কে প্রথম জানতে পারেন। পরে তাদের কাজে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগ দেন।
সিয়াম জানান, তার বাড়ি মুন্সীগঞ্জ। স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। শীর্ষস্থানীয় এক জঙ্গির সঙ্গে ফেইসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে তার প্রথম পরিচয়। পরে সাতক্ষীরা অঞ্চলের শীর্ষস্থানীয় এক জঙ্গির মাধ্যমে জঙ্গিবাদে দীক্ষিত হন।
রোমান জানান, অনলাইনে তিনি ছদ্মনাম ব্যবহার করে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। তিনি গাজীপুরে একটি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। ছাত্রজীবনে তিনি হরকাতুল জিহাদের সঙ্গে যুক্ত ছিলেন।