ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


পুরো রাশিয়া সরকারের পদত্যাগ


১৬ জানুয়ারী ২০২০ ১১:৫৩

আপডেট:
১৬ জানুয়ারী ২০২০ ১১:৫৪

পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য বহু সাংবিধানিক পরিবর্তন করা প্রয়োজন বলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এক প্রস্তাবনার পর পুরো রাশিয়া সরকার পদত্যাগ করেছে। আজ বুধবার তারা পদত্যাগ করেন। খবর আল-জাজিরার।

রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন সংসদে তার বার্ষিক ভাষণে একটি প্রস্তাব করেন। তার ওই প্রস্তাবনায় একটি শক্তিশালী রাষ্ট্রপতি ব্যবস্থা বজায় রেখে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাশিয়ার সংবিধান সংশোধন করতে গণভোটের কথা বলা হয়েছে। এই প্রস্তাবনায় তিনি সংসদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী এবং প্রবীণ মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানান।

ভোটের জন্য কোনো তারিখ নির্দিষ্ট না করে পুতিন বলেন, ‘আমি মনে করি দেশের সংবিধানের প্রস্তাবিত সংশোধনীর পুরো প্যাকেজের বিষয়ে দেশের নাগরিকদের ভোটগ্রহণ করা জরুরি।’

প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে পদত্যাগকারী প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে রাশিয়ার প্রভাবশালী সুরক্ষা কাউন্সিলের নতুন উপ-প্রধান নিযুক্ত করা হবে।