ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


পটুয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৮ ১০:৩৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে সাবেক ছাত্রলীগ নেতা এস এম শাহজাদা সাজু।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে তার মনোনয়নে বিষয়টি জানা যায়। সাজুর মনোনয়নের খবরে আনন্দ-মিছিল করেছেন তার সমর্থকরা।

তবে এ আসনে যৌথভাবে প্রাথমিক মনোনয়নের চিঠি পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন।

গলাচিপা-দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী-৩ আসন গঠিত। এ আসন থেকে আওয়ামী লীগের ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দল থেকে এস এম শাহজাদা সাজুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।