ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


৩০০ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন সমন্বয়ক কমিটি ঘোষণা


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৮ ১২:২০

এরকম প্যাডেই সকল কমিটি ঘোষণা করা হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন শত আসনে কাজ করবে ছাত্রলীগের তিন শত সমন্বয়ক কমিটি। এসব কমিটির নেতৃত্বে রয়েছে ৮ টি বিভাগের জন্য প্রতি বিভাগে দুইজন করে ১৬ সদস্যের সমন্বয়ক কমিটি। সম্পূর্ণ বিষয়টি ঢাকা থেকে দেখশুনা করবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ সমন্বয়ক কমিটি ঘোষণা করে ছাত্রলীগ

আসন কেন্দ্রিক প্রতিটি কমিটিতে একজন করে সমন্বয়ক এবং ৪-৭/৮ জন করে সদস্য দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তারা সকলেই ঢাকা থেকে বিভিন্ন আসনে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষে নৌকার হয়ে কাজ করবেন। তবে এসব কমিটির সকলেই সংশ্লিষ্ট আসনের ভোটার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও চৌকস ছাত্র বলে দৈনিক আমাদের দিনকে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব সমন্বয়ক কমিটির সদস্যদের অধিকাংশই ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সফলতার সহিত দায়িত্ব পালন করেছে।