ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সিইসি’র পদত্যাগ দাবি করেছে ঐক্যফ্রন্ট


২৬ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৫

আপডেট:
৪ মে ২০২৫ ১৫:২৭

যুক্তিগ্রাহ্য ও প্রমাণসিদ্ধ বিষয়গুলো অগ্রাহ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ক্ষমতাসীন দলের নেতার ভাষায় কথা বলেছেন- এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঢাকা: যুক্তিগ্রাহ্য ও প্রমাণসিদ্ধ বিষয়গুলো অগ্রাহ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ক্ষমতাসীন দলের নেতার ভাষায় কথা বলেছেন- এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিকসহ অন্যরা।