বাণিজ্যমেলায় সেবা দিচ্ছে ডাক বিভাগের নতুন সেবা ‘নগদ’

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সেবা দিচ্ছে ডাক বিভাগের নতুন সেবা ‘নগদ’। এটি বিকাশ, রকেট, ইউক্যাশের মতো মোবাইল ব্যাংকিং সেবা। এর লেনদেনের সীমা দিনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা। নতুন এই সেবা নিতে নগদের প্যাভিলিয়নে তরুণ গ্রাহকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে নগদের প্যাভিলিয়ন ঘুরে এ চিত্র দেখা গেছে।
এদিকে, মেলার নবম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। স্রোতের মতো মানুষ আসছে বলেও কোন কোন দর্শনার্থী মন্তব্য করেন। বিকালেও বেশ বেচাকেনাও লক্ষ্য করা গেছে। তবে বিক্রেতারা মনে করছেন, আগামীকাল শুক্রবারই প্রকৃত অর্থে মেলা জমে উঠবে।
জানতে চাইলে বাণিজ্যমেলার সদস্য সচিব আবদুর রউফ দৈনিক আমাদের দিনকে বলেন, ‘মেলার নবম দিনে দর্শনার্থীদের ভিড় রয়েছে। এখন পর্যন্ত প্রতিদিনই দর্শনার্থীদের বেশ সাড়া লক্ষ্য করা গেছে। রাত ১০টায়ও কোন কোন ক্ষেত্রে গেট বন্ধ করা যাচ্ছে না। আমরা আশা করছি, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার মেলা আরও বেশি জমে উঠবে।’
এদিকে, মূল ফটক দিয়ে মেলায় প্রবেশের পর বড় টাওয়ার হয়ে একটু বাম দিকে গেলেই নগদের প্যাভিলিয়ন চোখে পড়বে। প্যাভিলিয়নটির সাজসজ্জা ডাক বিভাগের ঐতিহ্যই তুলে ধরছে। পোস্ট বক্স ও ডাক হরকার অবয়বই বলে দেয় দেশের সেই পুরোনো ডাক। তবে ভেতরে প্রবেশ করলেই পাওয়া যাবে নগদের আধুনিক সেবা। নতুন করে ডাকের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ যেন নতুন উদ্যোগ।
প্যাভিলিয়নে সেবা নিতে এসেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হক রাহাত। দৈনিক আমাদের দিনকে তিনি বলেন, ‘লেনদেনের ক্ষেত্রে সরকারি সেবার প্রতি সবার আস্থা বেশি। যেহেতু বিকাশের মতো বেসরকারি সেবা গ্রহণ করছি, তাই ডাক বিভাগের চালু করা সহজ সেবার গ্রাহক হয়ে গেলাম। নতুন এই সেবায় যুক্ত হয়ে খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের সরবরাহ করা ভার্চুয়াল কার্ড।’
নগদে অ্যাকাউন্ট খোলার পর মিরপুর কলেজের ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম দৈনিক আমাদের দিনকে বলেন, ‘বিকাশে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যায়। কিন্তু নগদে আড়াই লাখ পর্যন্ত লেনদেন করা যাবে। এ কারণে নগদের প্রতি আমার মতো অনেকেরই আকর্ষণ বাড়বে।’
মিরপুর থেকে আসা তরুণী সাবিকুন নাহার বলেন, ‘এটি রাষ্ট্রীয় একটি সেবা তাই আমাদের বিশ্বাসের জায়গাটি এর প্রতি বেশি। আমরা চাই এই নগদ সেবা যেন জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে যায়।’
জানতে চাইলে নগদের এক্সিকিউটিভ (করপোরেট অ্যান্ড সেলস) আশিক আহমেদ দৈনিক আমাদের দিনকে বলেন, ‘মেলায় এখন পর্যন্ত ১ হাজার গ্রাহক নগদে একাউন্ট খুলেছেন। সব শ্রেণী পেশার মানুষের মধ্যে নগদ নিয়ে অন্য রকমের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নগদের উদ্যোক্তা ছড়িয়ে পড়ছে। প্রায় প্রতিটি গুরুত্বপূণ স্থানে এখন নগদের পয়েন্ট আছে। আর ডাক বিভাগের প্রতিটি জিপিও থেকে নগদ সেবা পাওয়া যাচ্ছে।’
তবে আনুষ্ঠানিকভাবে নগদের সেবা এখনও চালু হয়নি বলে জানা গেছে। শুরু হয়নি বিজ্ঞাপনের বাহারও। সংশ্লিষ্টরা জানান, নগদে দিনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা লেনদেন করা যাবে। আর মাসে লেনদেনের লিমিট ৫ লাখ টাকা। ক্যাশ ইনের ক্ষেত্রে কোনো চার্জ নেই। আর ক্যাশ আউটের ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের চেয়েও চার্জ কম।