ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রোদে পোড়া শরীর এখন নায়িকাদের রূপে বিলীন: তুহিন


২০ জানুয়ারী ২০১৯ ২৩:২৪

আপডেট:
৫ মে ২০২৫ ০৯:৫৭

রোদে পোড়া শরীর এখন নায়িকাদের রূপে বিলীন: তুহিন

 

একাদশ জাতীয় সংসদে ৪৩টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৫১০ জন। তাদের মধ্যে রয়েছেন রুপালি পর্দার একাধিক তারকা। তাতেই হতাশা দেখা দিয়েছে সক্রিয় ও সরাসরিদলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নারী নেত্রীদের মাঝে।

তবে তারকাদের আসার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখলেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মাঝে।


আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণকারীদের কাছ থেকে জানা গেছে, তারকাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, চিত্রনায়িকা মৌসুমী, সুজাতা, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি ও চিত্রনায়িকা নূতন।

দলের কেন্দ্রীয় নেতারা জানান, তারকা বা সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছেন। সেদিক থেকে সংসদ সদস্য হতে চাওয়া অন্যায়ের কিছু নয়।
সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সেই ভাবনা থেকেও সাংস্কৃতিক অঙ্গনের কেউ কেউ এবার সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে পারেন, তবে ত্যাগীদের বাদ দিয়ে নয়।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারী নারী নেত্রীরা মনে করছেন, দলীয় আদর্শ ধারণ করে যেসব নেত্রী দীর্ঘদিন দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন তারাই সংরক্ষিত আসনে নির্বাচনের দাবিদার। কিন্তু এবারই সর্বোচ্চসংখ্যক রুপালি জগতের তারকা মনোনয়ন কিনেছেন। তাদের মধ্যে তিন-চারজন ছাড়া অন্যরা রাজনীতির মাঠে কখনোই ছিলেন না।

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। ব্যক্তিগত ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রাজনীতি থেকে মনে হয় বিদায় নিতে হবে, নায়ক-নায়িকাদের ভিড়ে আমাদের আর দেখা পাওয়া কঠিন। আন্দোলন-সংগ্রামের রোদে পোড়া শরীর এখন দেখতে কিছুটা ভালো হলেও নায়িকাদের রূপে বিলীন। ক্ষমতায় থাকতে এত লোক, বিরোধী দলে থাকতে তো দেখিনি। মেয়েদের রাজনীতিতে কেবলই জ্বালা, নায়িকা জ্বালা, আবার মেয়ে হওয়ায় পুরুষের চাইতে বেশি কাজ করলেও সাধারণ আসনে মনোনয়ন দেয়া যাবে না। সরকারি দলের চাইতে বিরোধী দলেই তো ভালো ছিলাম, নিজেদের দল নিজেদের ছিল। এখন মহাবিপদ, আমাদের দল ছিনতাই করছে নায়িকা হাইব্রিড বিএনপি থেকে আমদানিকারীরা।’