ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


দশকের সেরা বিশ্ব চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা


২৪ জানুয়ারী ২০১৯ ১২:২৫

আপডেট:
৫ মে ২০২৫ ১১:২৬

দশকের সেরা বিশ্ব চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক দশকে বিশ্বের সেরা চিন্তাবিদদের তালিকায় ঠাঁই পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফরেন পলিসি জার্নাল’ এ তালিকা প্রকাশ করে।

‘ফরেন পলিসি’ জার্নালের চলতি সংখ্যা ‘উইন্টার ২০১৯’ সংখ্যায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে বাংলাদেশের চরম নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত ৭ লাখের বেশি রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছেন এবং তার দেশে বসবাসের অনুমতি দিয়েছেন।’
‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ দশজন চিন্তাবিদের মধ্যে স্থান পেয়েছন।
এর সপক্ষে ‘ফরেন পলিসি’ জার্নালে বলা হয়েছে, বৈশ্বিক বিবেচনায় সতর্কতার সাথে বিশ্বের শীর্ষ স্থানীয় চিন্তাবিদদের নির্বাচন করা হয়েছে।
দ্য ফরেন পলিসির করা ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ বিভাগে সবার ওপরে আছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সুলেয়মানি। তিনি দুই দশক ধরে এ ফোর্সের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকির জবাব দিয়ে তিনি সম্প্রতি গণমাধ্যমের নজরে আসেন।