ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


২০ এপ্রিল ২০১৯ ২২:৩৯

আপডেট:
৬ মে ২০২৫ ০৮:০৬

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে। নিহতের নাম বিশু (২৫)।
এলাকার স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এসএর পাশ দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী ভারতে গরু আনতে যাচ্ছিল। এসময় বাংলাদেশের ভেতরে থাকা অবস্থায় ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিশারত আলী বিশু। মরদেহ বর্তমানে সীমান্তের একটি ধানক্ষেতে পড়ে আছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ওই এলাকার সীমান্তের দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তারাপুরে একটি মৃতদেহ পড়ে আছে শুনেছি। সেখানে বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।

বিস্তারিত এখনও জানতে পারিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে এ বিষয়টি জানতে চেয়েছি, কিন্তু তারাও কোনো কথা বলেনি।