ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


সেফাত উল্লাহকে গ্রেপ্তারের তথ্য 'সঠিক নয়'


২৫ এপ্রিল ২০১৯ ১১:২৫

আপডেট:
৬ মে ২০২৫ ০৭:৩০

অস্ট্রিয়া প্রবাসী বিতর্কিত ইউটিউবার সেফতা উল্লাহকে গ্রেপ্তারের তথ্য সঠিক নয়। এমনটা জানিয়েছেন অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক আহমেদ ফিরোজ।

তিনি মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এসব জানান।

তিনি ফেসবুকে জানান, সেফাত উল্লাহ সেফুদা আজ (মঙ্গলবার) আমাকে ফোন দিয়েছে! কথা বললো অনেক!'

'আজ (মঙ্গলবার) রাতে যদি পুলিশ তাকে গ্রেপ্তার না করে তাহলে আমার সাথে লাইভে এসে সাম্প্রতিক ঘটিত বিষয় গুলির উপর আমার প্রশ্নের জবাব দেবেন বলেছেন'।

তিনি স্ট্যাটাসে আরো লেখেন, 'আমাকে উনি বলেছেন, উনি গ্রেফতার হবার জন্য রেডি হয়ে আছেন। জেলখানায় উনি ভালো থাকবেন। অমি তাঁকে নিয়ে আজ আপনাদের সামনে হাজির হবো রতে। আপনাদের প্রশ্নগুলো আমাকে জানান'।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় তিনি আরেক স্ট্যাটাসে বলেন, 'একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি! সেফু দা গ্রেফতার হয়নি! আমি কতগুলো অনলাইন নিউজ প্রোটাল এর লিংক পেলাম আমার কিছু শুভাকাংখীর মাধ্যমে। আমি লক্ষ্য করলাম সেখানে আমার রেফারেন্স দিয়ে নিউজ করা হয়েছে, সিফাত উল্লাহ সেফুদাকে অস্ট্রিয়া পুলিশ গ্রেফতার করেছে এবং সেফুদা বর্তমানে অস্ট্রিয়া জেল হাজতে আছে!'

'অনেক টিভিতে আমার রেফারেন্স এ ব্রেকিং নিউজ করা হয়েছে! আসলে এটা সঠিক নয়, ভুল তথ্যের নিউজ! আমি সর্বশেষ তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি! প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়াকে অনুরোধ করব আমার রেফারেন্স দিয়ে মিথ্যে নিউজ না করে সর্বশেষ আপডেট নিউজ করার জন্য অনুগ্রহ করে আমার সাথে ফোনে, ওয়াটস আপ, ভাইবার, ইমুতে যোগাযোগ করতে পারেন'।

তিনি তার সঙ্গে যোগাযোগের একটি নম্বরও দেন এই স্ট্যাটাসে।