উত্তাল আসামের অলিগলিতে সেনা

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাসের প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল।
গতকাল শুক্রবার ভোর না হতেই কারফিউ উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নাগরিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেনাবাহিনীর ২৩টি কলাম মোতায়েন করা হয়েছে আসামে। কার্যত আসামের রাজধানী গুয়াহাটির প্রতিটি অলিগলিতে সেনা উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বিক্ষোভের মধ্যেই সিএবি-২০১৯-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের পর গত বৃহস্পতিবার রাতে ওই বিলে সম্মতি দেন তিনি। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো।
রাষ্ট্রপতির অনুমোদনের সংবাদ ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু হয় আসামের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে। আসামে পুলিশের গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত হওয়ায় অশান্ত হয়ে উঠেছে পাশের রাজ্য মেঘালয়। গত দুদিন ধরে সেখানে বন্ধ রয়েছে মোবাইল, ইন্টারনেট ও এসএমএস সেবা।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কর্তৃপক্ষ মেঘালয়ে ১২ ঘণ্টার জন্য কারফিউ তুলে নিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা রাজ্য ভবনের কাছে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে সংঘর্ষ বেধে যায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। অবশ্য আরেক রাজ্য ত্রিপুরায় বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজ্যের রাজধানী আগরতলার শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ রেখে বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে সরিয়ে মুন্নাপ্রসাদ গুপ্তকে নতুন কমিশনার করা হয়েছে। এডিজিপির (আইনশৃঙ্খলা) দায়িত্ব থেকে মুকেশ আগরওয়ালকে সরিয়ে তার জায়গায় এনআইএ’র আইজি জি পি সিংহকে আনা হয়েছে। তারপরও রাত পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল।
বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙা, বহরমপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। কলকাতার কোথাও রেললাইন-জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ¦ালিয়ে দেয় বিক্ষোভকারীরা। হাওড়ার উলুবেড়িয়া ও মুর্শিদাবাদের বেলডাঙার পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত। শুক্রবার উলুবেড়িয়ার ৬ নম্বর মহাসড়কে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তা আটকে আগুন জ¦ালিয়ে দেয়। রাজ্যের এজিডি রেল অধীর শর্মা বলেন, ‘ট্রেনের কেবিন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। লাইনে টায়ার জ¦ালানো হয়। তবে এতে কেউ আহত হয়নি।’ রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যবাসীকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজধানী দিল্লিতেও বেশ কয়েকটি মুসলিম সংগঠনের নেতাকর্মীরা বিলের বিরোধিতা করে বিক্ষোভ করেছে। এ সময় পুলিশ অন্তত ২০ জনকে আটক করে। দিল্লিতে এ বিল নিয়ে বিক্ষোভের কেন্দ্রস্থল দ্য জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভের ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে বাইরে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাস্থল থেকে অন্তত ৫০ শিক্ষার্থীকে সহিংসতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এ বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
কেরালাতে কংগ্রেস ও সিপিএম যৌথভাবে বিলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। রাজ্যটির লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট ও দ্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ১৬ ডিসেম্বর রাজ্যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এ মিছিলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিরোধীদলীয় নেতা রমেশ চেন্নিথালাসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ওইদিন মিছিল শেষে রাজনীতিকদের ধরনায় বসার কথাও রয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘সংবিধানের দেওয়া অধিকার খর্বকারী নাগরিত্ব সংশোধনী বিল কোনোভাবেই কেরালা সরকার কার্যকর করতে দেবে না।’
সিএবি ও এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমে গণআন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল পশ্চিমবঙ্গের দিঘায় সংবাদ সম্মেলন করে আগামী রবিবার রাজ্যজুড়ে ও সোমবার কলকাতার বি আর অম্বেদকরের মূর্তির সামনে ‘নো এনআরসি’ আন্দোলন কর্মসূচির কথা জানিয়ে নিজে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় মমতা বলেন, ‘এ রাজ্যে (পশ্চিমবঙ্গে) এনআরসি হবে না। কাউকে কেউ তাড়াতে পারবে না।’
মমতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, ‘এ বিল অসাংবিধানিক। পাঞ্জাবে এ বিল আটকাতে প্রয়োজনে আইন পাস করা হবে।’
এদিকে সিএবির বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা হয়। কংগ্রেস এমপি জয়রাম রমেশ ও তৃণমূল কংগ্রেস নেত্রী এমপি মহুয়া মৈত্র মামলাকারীদের মধ্যে অন্যতম। মামলার পর মহুয়া মৈত্রের আইনজীবী সুপ্রিম কোর্টকে গতকালই অথবা ১৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করার আবেদন জানান। মামলাটি সুপ্রিম কোর্টে গৃহীত হলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ।
পরিস্থিতির জেরে বাতিল হয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলং সফর। আগামী রবিবার নর্থ-ইস্ট পুলিশ একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সফর বাতিল করা হয়েছে। এ সফরেই অরুণাচল প্রদেশেও যাওয়ার কথা ছিল অমিত শাহের। স্বাভাবিকভাবেই বাতিল হয়েছে সেই সফরও।
আসামসহ বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ-বিক্ষোভের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারত সফর স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোও। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইটারে এক বার্তায় বলেন, ‘দুপক্ষ (আবের) এ সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা নিকট-ভবিষ্যতে পারস্পরিক সুবিধামতো দিনে হবে।’ আগামী রবিবার থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা ছিল জাপান প্রধানমন্ত্রীর।
চলতি বছর ৩১ আগস্ট অনলাইন ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চ‚ড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি)। এ থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। গত সোমবার রাত ১২টার পর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধন বিল পাস হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৩১১, বিপক্ষে ৮০। এরপর গত বৃহস্পতিবার রাজ্যসভাতেও পাস হয় বিলটি।
আসামের রাজধানী গুয়াহাটিতে গতকালও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় –এএফপি