ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


৩ দফায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক; বাংলাদেশী জেলেরা ফেরৎ পেল ০৩ টি নৌকা


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫ ১৩:২৯

৩ দফায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পরে বাংলাদেশী জেলেরা ফেরৎ পেল তাদের ৩ টি নৌকা।

জানা যায় , গত ১০ ই মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মাদ গাজীর পুত্র মোঃ রমজান আলী , ফজের আলী গাজীর পুত্র শাহাজান গাজী , মৃত মান্দার গাজীর পুত্র মোঃ আনোয়ার হোসেনসহ মোট নয় জন জেলে কৈখালী ফরেষ্ট হতে পাশ পারমিট করে সুন্দরবনে মাছ আহরন করতে যায়। ১৫ ই মার্চ রাত্র ৮ টার দিকে সুন্দরবনের কালিন্দী নদীর বাংলাদেশ সীমান্তবর্তী বকচরা এলাকায় মাছ ধরার সময় ভুল করে তারা ভারত সীমান্তে প্রবেশ করে।

ভারতীয় বিএসএফ অত্র এলাকায় অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশীদের ০৩টি নৌকা আটক করে নিয়ে যায়। বিএসএফের উপস্থিত টের পেয়ে জেলেরা নদী থেকে সুন্দরবনের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় ইউ,পি সদস্য , প্যানেল চেয়ারম্যান - ২ মোঃ আব্দুল হামিদ লাল্টুকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক নৌকাযোগে সুন্দরবন হতে জেলেদের উদ্ধার করেন।

প্যানেল চেয়ারম্যান - ২ মোঃ আব্দুল হামিদ লাল্টু বিষয়টি কৈখালী বিজিবিকে অবগত করলে ক্যাম্পের তৎপরতায় তিন দিন ব্যাপি পতাকা বৈঠকের মাধ্যমে ১৯ শে মার্চ বিএসএফ বাংলাদেশী জেলেদের ৩ টি নৌকা বিজিবির নিকট হস্তান্তর করেন।

২০ শে মার্চ কৈখালী বিজিবি জেলেদের নিকট নৌকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -২ মোঃ আব্দুল হামিদ লাল্টু , ইউ,পি সদস্য মোঃ আব্দুস সালাম , কৈখালী বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু বাক্কার , কৈখালী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ সুলতান ।