ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


বাজেটে কমছে তেল-চিনি-মশলার দাম


প্রকাশিত:
২ জুন ২০২৫ ১৬:২৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে চিনি-সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে কমতে পারে রান্নার কাজে অতি প্রয়োজনীয় এই দুই পণ্য।

সোমবার (২ জুন) বিকেলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঘোষিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব রাখা হয়।

পণ্য আমদানিতে উৎসে কর রাজস্ব আদায়ে কিংবা পণ্যের দামের ক্ষেত্রে বড় কোনো প্রভাব রাখে না। এরপরও করের অজুহাতে দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে আসছে বাজেটে উৎসে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। বর্তমানে ১ শতাংশ উৎসে কর রয়েছে, যা করা হয়েছে দশমিক ৫।

উৎসে কর কমালে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুরের দাম কমার সম্ভাবনা রয়েছে। ফলে স্বস্তি ফিরবে জনসাধারণে।