ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


বিহারে পথসভা থেকে গ্রেপ্তার কানহাইয়া কুমার


৩১ জানুয়ারী ২০২০ ০১:৪০

আপডেট:
১২ মে ২০২৪ ০০:৪৮

ভারতের কমিউনিস্ট পার্টির তরুণ নেতা কানহাইয়া কুমারকে আটক করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম আজকাল এ খবর দিয়েছে।

বিহারের বেথিয়া জেলায় মিছিল থেকে পুলিশ কানহাইয়াকে তুলে নিয়ে যায়। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে।

জানা যায়, দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী কর্মসূচি ‘জনগণ মন যাত্রা’ শুরু হওয়ার আগে ক্ষমতাসীন বিজেপিপন্থী হিন্দুবাদী দলের বাধার মুখে পড়েন কানহাইয়া কুমার।

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় হামলার শিকার হন তিনি। এ সময় হামলাকারীরা স্লোগান দেয়-‘দেশদ্রোহীদের গুলি করে মারুন।’‌

বৃহস্পতিবার ‘সংবিধান বাঁচাও-নাগরিকতা বাঁচাও’‌ পথসভার নেতৃত্ব দিচ্ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কানহাইয়া। এই পথসভা পশ্চিমী চম্পারণের গান্ধী আশ্রম থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা।

এদিন সিএএ-এনসিআর-এনপিআরের বিরোধিতা করে গান্ধী ময়দানে মহাসমাবেশের আয়োজন করা হয়। সেখানে কানহাইয়ার বক্তৃতা দেওয়ার কথা ছিল।

পশ্চিমী চম্পারণের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ভাষ্য, ‘কানহাইয়ার কুমারের কাছে কোনো পথসভায় উপস্থিত থাকার অনুমতি নেই। তাই বেথিয়া থেকে তাকে আটক করা হয়েছে।’‌

এদিকে কানহাইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে চম্পারণের গান্ধী আশ্রমের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।